গোসাবা ব্লকের কুমিরমারী GPর বর্মন পাড়ার পলাশ মন্ডলের বাড়ি থেকে মাঝের পাড়া ইকো ট্যুরিজম পার্ক পর্যন্ত ৩কিমি ৭৬৩ মিটার কংক্রিটের রাস্তার কাজের সূচনা করেন কুমিরমারী GP উপ প্রধান দেবাশীষ মন্ডল ও কুমিরমারী অঞ্চল তৃণমূল সভাপতি অঙ্কন মন্ডল শনিবার সকালে।উপস্থিত ছিলেন GPর প্রধান শ্রাবনী মন্ডল সহ অঞ্চল তৃণমূলের নেতৃত্ব ও কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যরা।পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীন সড়ক উন্নয়ন সংস্থার উদ্দ্যোগে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এই রাস্তা হবে।