মুরারই ১: কুমোর পাড়া টার্নিং এ লরি আটকে দীর্ঘদিন যান চলাচল বন্ধ, সমস্যায় পড়ল স্থানীয়রা
মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম মোহনপুর রাস্তার উপর কুমোর পাড়ার টার্নিং এ পাথর বোঝাই লরি আটকে যান চলাচল বন্ধ হয়ে পড়ল এদিন ২৩ নভেম্বর রবিবার দুপুর নাগাদ। পরে স্থানীয়দের ও মুরারই থানা সিভিক পুলিশের প্রচেষ্টায় লরিটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। বেশ কয়েক ঘন্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুমোর পাড়ার টার্নিং এর নিকট রাস্তাটি সংকীর্ণের কারণ প্রায় এমনই ঘটনা ঘটে। এদিন একটি পাথর বোঝায় লরি, টার্নিং এ যাওয়ার সময় বাড়ি