করিমপুর ২: করিমপুর ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় পাড়ায় পাড়ায় SIR সহায়তা শিবির তৃণমূলের
এস আই আর এবং এনুমারেশন ফর্ম নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। তাই ফরম পূরণ করতে এগিয়ে আসছে রাজনৈতিক দল গুলি তাদের কর্মীরা। তেমনি চিত্র দেখা গেল করিমপুর ২ নম্বর ব্লকের বিভিন্ন পাড়ায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাত পর্যন্ত পাড়ায় পাড়ায় চলছে এসআইআর সহায়তা কর্মসূচি। করিমপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ফুলন দেবী হালদারের নির্বাচনী ক্ষেত্রে সোমবার রাতে দেখা গেল সেই ছবি। পাড়ায় পাড়ায় সাধারণ মানুষদের সহায়তা শিবির করা হচ্ছে।