গোপীবল্লভপুরের রাঙ্গিয়াম ইয়ং স্টার ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল দুদিনের ফুটবল টুর্নামেন্ট।রাঙ্গিয়াম ইয়ং স্টার ক্লাবের এই টুর্নামেন্টে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় লেট হরেকৃষ্ণ মহান্তি চ্যারিটেবিল ট্রাস্ট। টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।খেলা শেষ দিন বুধবার বিকালে হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।লেট হরেকৃষ্ণ মহান্তি চ্যারিটেবিল ট্রাস্ট ও আয়োজক ক্লাবের সদস্যরা জয়ী এবং বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরষ্কার তুলে দেন।উপস্থিত ছিলেন সম্পাদক সুমন্ত মহান্তি