বর্ধমান ১: শক্তিগড় ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর মুখী দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মেরে মৃত্যু হল লরির খালাসীর
শক্তিগড় ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর মুখী দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মেরে মৃত্যু হল লরির খালাসীর। মৃতের নাম শৈলেশ কুমার(২৫) বিহারের পুলডিহা এলাকায় তার বাড়ি। জানা গেছে গতকাল রবিবার রাতে কলকাতা থেকে রাণীগঞ্জ যাওয়ার পথে শক্তিগড় ১৯ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে স্বজোরে ধাক্কা মারে ঘটনায় গুরুতর জখম হয় বাড়িতে থাকা খালাসী শৈলেশ কুমার। শক্তিগড় থানার পুলিশ তাকে উদ্ধার করে bmchএ নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন