জাগো নারী জাগো বহ্নিশিখা উদ্যোগে মহিলাদের আহবানে নারী নির্যাতনে বিরুদ্ধে ও মহিলাদের মর্যাদা রক্ষার দাবিতে আগামী ৯ ডিসেম্বর রাজ্যের চারটি প্রান্ত থেকে অঙ্গীকার যাত্রা শুরু হবে শেষ হবে ১৬ই ডিসেম্বর কলকাতার বিদ্যাসাগর মূর্তির পাদদেশে, ৪টি প্রান্তের মধ্যে ১টি ঝাড়গ্রাম থেকে শুরু হয়ে ১৩ই ডিসেম্বর অতিক্রম করবে তমলুক শহরে | তমলুকের শতাধিক বিশিষ্ট নাগরিকদের নিয়ে এক মতবিনিময় প্রস্তুতি সভায় সংঘটিত হয় শহরের হরিসভা হলে | উপস্থিত ছিলেন অধ্যাপিকা শাশ্বতী ঘোষ