ধর্মনগর: বালিছড়া এডিসি ভিলেজের মুজিরাম পাড়া এলাকার দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যা পরিদর্শনে বিধায়ক
বাগবাসা বিধানসভার বালিছড়া এডিসি ভিলেজের মুজিরাম পাড়া এলাকার দীর্ঘদিনের রাস্তার সমস্যা ছিল।আজ PWD দপ্তরের SDO সহ কাজের বরাত প্রাপ্ত কন্ট্রাক্টর কে নিয়ে রাস্তা পরিদর্শনে বিধায়ক যাদব লাল দেবনাথ । রাস্তাটি মেটেলিং কার্পেটিং হবে । উপস্থিত ছিলেন বালিছড়া ২৯ নং বুথের সভাপতি সহ বুথ কমিটির সদস্যগণ।