নলহাটি ১: বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলে খাদানে ধসে মৃত পুশোর গ্রামের শ্রমিকের মৃতদেহ আনা হলো বাড়িতে, এলাকায় নেমেছে শোকের ছায়া
বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলে খাদানে ধসে মৃত পুশোর গ্রামের শ্রমিকের মৃতদেহ আনা হলো বাড়িতে। আজ শুক্রবার সকাল ৭টা নাগাদ নলহাটি থানার অন্তর্গত পুশোর গ্রামের মৃত শ্রমিক তপন মালের মৃতদেহ নিয়ে যাওয়া হল শেষকৃত্যের জন্য শ্মশানের উদ্দেশ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাহাদুরপুর পাথর শিল্পাঞ্চলে খাদানে ধসের দুর্ঘটনায় গুরুতর আহত পুশোর গ্রামের শ্রমিক তপন মালের।