পোলবা-দাদপুর: পোলবা দাদপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বেতার মোড়ে একটি হিমঘরে বিজয়া সম্মেলনি হল
পোলবা দাদপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বেতার মোড়ে একটি হিমঘরে বিজয়া সম্মেলনি হল আজ। অনুষ্ঠান শেষে আজ শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ সংগঠন সূত্রে জানা যায় পোলবা দাদপুর ব্লক তৃণমূল কংগ্রেস এবং ব্লকের অন্যান্য তৃণমূলের শাখা সংগঠনের পক্ষ থেকে বেতার মোড়ে একটি হিমঘরে এই বিজয় সম্মেলনে আয়োজন করেছিল। এ দিনের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিল চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র হুগলি জেলা পরিষদের সভাধিপদে রঞ্জন,,