কালনা ১: "মুখ্যমন্ত্রী একা খেলবেন তা তো হবে না,খেলা তো আপনাদেরকে খেলতে হবে, মাঠের বাইরে বের করে দিতে হবে বিরোধীদের" কালনায় সায়নী
মুখ্যমন্ত্রী একা খেলবেন তা তো হবে না। খেলা তো আপনাদেরকে খেলতে হবে। এবার একবারে মাঠের বাইরে বের করে দিতে হবে বিরোধীদেরকে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালনা ১ ব্লকের হাতিপোতায় ২৬ তম দেবদাস স্মৃতি উৎসবের উদ্বোধন করতে এসে বিজেপি ও নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে এমনই বক্তব্য পেশ করেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ। ধর্ম নিয়ে রাজনীতি করা, খেলা করা কোনো রাজনৈতিক দলের কাজ নয় বলে চাঁচাছোলা ভাষায় এদিন বিজেপিকে উদ্দেশ্য করে আক্রমণ করেন সাংসদ সায়নী ঘোষ।