বর্ধমান ১: শহর বর্ধমানের খাল-বিল মাঠ গুডশেড রোড জিটি রোড সার্বজনীন দুর্গাপুজোর এ বছরের থিম ভাবনা বাঁশের শয্যায় দ্রৌপদীর বস্ত্রহরণ
শহর বর্ধমানের খাল-বিল মাঠ গুডশেড রোড জিটি রোড সার্বজনীন দুর্গাপুজোর এ বছরের থিম ভাবনা বাঁশের শয্যায় দ্রৌপদীর বস্ত্রহরণ সোমবার বিকেল পাঁচটায় এ কথা জানালেন পূজা কমিটির কোষাধ্যক্ষ। ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা বাজেটের এই পুজোতে ব্যবহার করা হচ্ছে ৭০০ থেকে ৮০০ টি বাঁশ সঙ্গে থাকতে পাট অর্পিতের ঝুড়ি বিভিন্ন রকমের রং, গোটা মন্ডপে বিশেষ আকর্ষণ থাকবে চন্দন নগরের আলোকসজ্জা। এই পুজো মণ্ডপ অবশ্যই শহরবাসীর মন কাড়বে