সালানপুর: কেন্দ্রীয় সরকারের SIR এর চক্রান্তের বিরুদ্ধে, আসানসোলের ডামরাতে প্রতিবাদ সভা TMC, উপস্থিত মন্ত্রী
কেন্দ্রীয় সরকারের SIR এর চক্রান্তের বিরুদ্ধে, আসানসোলের ডামরাতে প্রতিবাদ সভা TMC, উপস্থিত মন্ত্রী গত 16 ই ডিসেম্বর আসানসোল দক্ষিণ বিধানসভার ডামরা এলাকায় সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।সেই ডামরায় আজ দুপুর ৩টায় SIR এর বিরুদ্ধে পাল্টা সভা করলো তৃণমূল।উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা তৃণমূল চেয়ারম্যান তথা জামুরিয়া বিধায়ক হরেরাম সিং সহ তৃণমূলের অনান্য নেত