আরামবাগ: বৃষ্টির জেরে ব্যাহত দৌলতপুর যুবশক্তি নাট্য মন্দিরের মণ্ডপ তৈরির কাজ,উদ্বেগ বাড়ছে পুজো উদ্যোগতাদের
বৃষ্টির জেরে ব্যাহত মণ্ডপ তৈরির কাজ,উদ্বেগ বাড়ছে পুজো উদ্যোগতাদের মধ্যে।হাতে গোনা আর কটাদিন পরেই দুর্গাপুজো।প্রত্যেক জায়গায় চলছে শেষ মুহূর্তের কাজ।সেই কাজ থমকে গেছে বৃষ্টিতে।মঙ্গলবার ভোর থেকে আরামবাগ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি।দৌলতপুর যুবশক্তি নাট্য মন্দিরে বৃষ্টির মধ্যেই চলছে মণ্ডপ তৈরির কাজ।এদের থিম প্রত্যেক বছর নজর করে মানুষের।এবার তাঁদের থিম"ইচ্ছেডানা"যার বেশিরভাগ অংশ থাকবে চাউনি ছাড়াই।বৃষ্টি হলে কিভাবে মণ্ডপ মানুষের কাছে তুলে ধরবেন,চিন্তায় পুজো উদ্যোগতারা