আমতা ২: আমতার খালনায় লক্ষ্মী পূজার ভাসান কে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে গোলমাল দুই ক্লাবের ১০ জন আহত পথ অবরোধ
Amta 2, Howrah | Oct 9, 2025 আমতার খালনায় লক্ষ্মী পূজার ভাসান কে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে গোলমাল। দুই ক্লাবের ১০ জন আহত। ঘটনার জেরে খালনা বাগনান রোড প্রায় দু ঘন্টা অবরোধ। পরে পুলিশ এসে অবরোধ তোলে। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার জয়পুর খালনা এলাকায় লক্ষ্মীপূজোর বিসর্জন ছিল। পূর্ব খালনা সার্বজনীন লক্ষ্মীপূজো কমিটির অভিযোগ এদিন সন্ধ্যায় যখন লক্ষ্মীপূজোর শোভাযাত্রা বের হয় সেই সময় দক্ষিণ খালনা মাঝপাড়া কালীমাতা ক্লাবের কয়েকজন ছেলে আচমকা শোভাযাত্রায় মেয়েদের মধ্যে নাচতে ঢু