রায়না ১: মহেশ বাটি এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের কাজ পরিদর্শনে গেলেন বিধায়কাসহ প্রশাসনিক আধিকারিকরা
রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান আসার পরই রায়নার মহেশবাটী এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন তৈরির জন্য ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য সরজমিনে পরি দর্শনে গেলেন রায়না বিধানসভার বিধায়িকাসহ রায়না এক ব্লকের বিডিও। প্রশাসনিক আধিকারিকরা সকলের উপস্থিতির মধ্য দিয়ে এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকেও উপস্থিত থাকে সকল চিকিৎসকরা উপস্থিত থাকার পাশাপাশি সরে জমিনে পরিদর্শনে গেলেন এবং সঠিক মান রয়েছে কিনা নতুন ভবনের জন্য খতিয়ে দেখেন বিধায়িকা।