হেসলাডি মোড় হইতে ব্রজরাজপুর পর্যন্ত রাস্তার কাজ সহ ব্লক এলাকার মোট পাঁচটি পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তার কাজের শুভ উদ্বোধন হলো মঙ্গলবার দুপুরে। ফিতা কেটে যার শুভ উদ্বোধন করলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সরেন সঙ্গে উপস্থিত ছিলেন বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিত রঞ্জন মন্ডল, পুরুলিয়া জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ শিবানী মাহাতো ও সুমিতা সিংহ মল্ল, বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাঁসদা 8