হবিবপুর: বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে হবিবপুরে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠান
বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিবপুরে চলমান তিনদিনব্যাপী জয় জোহার মেলা রবিবার দ্বিতীয় দিনেও উৎসবের আমেজে জমে উঠলো। মেলা প্রাঙ্গণে আদিবাসী সংস্কৃতিকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিড় করেন দর্শনার্থীরা,আজকের দিনের মূল আকর্ষণ ছিল মহিলাদের ফুটবল প্রতিযোগিতা। খেলাকে কেন্দ্র করে মাঠে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও উত্তেজনা। পাশাপাশি অনুষ্ঠিত হয় নৃত্য প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন দলের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।