বামনহাট পাথরশন সর্দার টারিতে জমি বিবাদকে ঘিরে উত্তেজনা। অভিযোগ ও পাল্টা দাবিকে ঘিরে মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিট নাগাদ দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, পাথরশন এলাকায় ২৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। এলাকার একাংশের দাবি, জমিটি কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অন্যদিকে জমির মালিকসহ কিছু স্থানীয় বাসিন্দার বক্তব্য, বহু বছর আগে সেখানে দু’-একটি কবর দেওয়া হলেও ১৯৮২ সালে ওই জমি আব্দুল রেজ্জাক সরকার নামে এক ব্যক্তি আইনগতভাব