হলদিবাড়ি: ইমাম এবং মোয়াজ্জেন কমিটির মহকুমা সম্মেলনের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো হলদিবাড়ি শহরে
ইমাম এবং মোয়াজ্জেন কমিটির মহকুমা সম্মেলনের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো হলদিবাড়ি শহরে। বুধবার বিকেলে আঙ্গুলদেখা কনফারেন্স রুমে এ-ই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হলদিবাড়ি ইমাম ও মোয়াজ্জেম কমেটির সম্পাদক মৌলানা ছিবলি আজম, মেখলিগঞ্জ ব্লক কমেটির সম্পাদক মৌলানা গোলাম হাফিজ সহ অনেকেই।