কালীগঞ্জ: লালন সাঁইয়ের জন্মের আড়াইশো বছরে মানব মিলন মহোৎসব কালীগঞ্জের কাঙাল কুঠির আশ্রমে
Kaliganj, Nadia | Oct 28, 2025 আধ্যাত্মিক বাউল সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক ও দার্শনিক লালন সাঁইয়ের জন্মের আড়াইশো বছরের মাধব মিলন মহোৎসব শুরু হল নদীয়ার কালীগঞ্জের পলাশী পাঁচখেলা কাঙাল কুঠির আশ্রমে। পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ পলাশী শাখা ও কাঙাল কুঠির আশ্রমের উদ্যোগে এই মানব মিলন মহোৎসবের আয়োজন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের রাজ্য সম্পাদক শের আলী সহ বিশিষ্ট বাচিক শিল্পী মধুমিতা গাঙ্গুলী, সমাজসেবী ও লেখক দেবাশীষ আচার্য সহ বিশিষ্টজনেরা।