মানিকচক: মাতৃমা ভবন নির্মাণ কাজ হচ্ছে নিম্নমানের, মানিকচক গ্রামীণ হাসপাতালে কাজ বন্ধ করল তৃণমূলের নেতা কর্মীরা
মানিকচক গ্রামীণ হাসপাতালে মাতৃমা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করলেন তৃণমূল নেতাকর্মী সহ স্থানীয় বাসিন্দারা। অভিযোগ নিম্নমানের ইট,বালি সহ বিভিন্ন সামগ্রি ব্যবহার করে চলছে নির্মাণ কাজ। এই ধরনের কাজ হলে ভবিষ্যতে দুর্ঘটনা ঘটতে পারে তাই কাজটি বন্ধ করতে বলা হয়েছে। আমরা সঠিক কাজের দাবি জানাচ্ছি। প্রসঙ্গত প্রায় নয় কোটি টাকা ব্যয় মানিকচক গ্রামীণ হাসপাতালে চলছে মাতৃমা নির্মাণের কাজ। কাজের তত্ত্বাবধানে রয়েছে পূর্ত বিভাগের আধিকারিকরা।