নানুর: ইন্দিরা গান্ধী'র প্রয়াণ দিবস কীর্ণাহার কংগ্রেস ভবনে, উপস্থিত- জেলা কিষাণ কংগ্রেসের সভাপতি
Nanoor, Birbhum | Oct 31, 2025 নানুর ব্লকের কীর্ণাহারে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে শুক্রবার সকালে কংগ্রেসের নেতা-কর্মীদের উপস্থিত তে পালিত হলো ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী'র ৪১তম প্রয়াণ দিবস। এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন- বীরভূম জেলা কিষাণ কংগ্রেসের সভাপতি সৈয়দ বাদশা, নানুর ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি সেখ রাণা, বিশিষ্ট বর্ষিয়ান সমাজসেবী রবি চট্টোরাজ, বিকাশকান্তি মণ্ডল প্রমুখ।এদিন ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কে স্মরণ করে তার প্রতিকৃতি।