মানিকচক: বন্যায় জলের দাপটে সামিরুদ্দিনটোলা গ্রামের রাস্তা ভেঙ্গে বিচ্ছিন্ন হয়েছে, গ্রামবাসীরা রাস্তার সংস্কারের কাজে হাত লাগালো
বাঁধ ভেঙ্গে বন্যা প্লাবিত হয়েছিল গোটা ভূতনি।ধীরে ধীরে প্লাবিত এলাকা থেকে জল নামতে থাকায় রাস্তাঘাটের যে কঙ্কাল পরিস্থিতি ফুটে উঠছে।একের পর এক রাস্তা বিচ্ছিন্ন হয়েছে। সমিরউদ্দিনটোলা গ্রামের যাওয়ার রাস্তায় ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল গ্রামবাসীকে।এমন অবস্থায় গ্রামবাসীরা মিলিতভাবে রাস্তার সংস্কারের কাজে হাত লাগিয়েছে। মাটি ফেলে রাস্তা চলাচলের যোগ্য করে তোলার চেষ্টা করছে গ্রামবাসী। উৎসবের দিনে যাতে বিপদ না হয় চলাচলে।