ডোমজুড়: হাওড়ার পায়রাটুঙ্গি এলাকায় মদের দোকান পুনরায় খোলা কে কেন্দ্র করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের
Domjur, Howrah | Dec 2, 2025 এলাকায় পুনরায় নতুন করে মদের দোকান খোলাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদ হাওড়া ডোমজুড়ে পায়রাটুঙ্গি এলাকায়। স্থানীয় বাসিন্দা সূত্রে যেটা জানা যাচ্ছে এলাকায় এই মদের দোকানটি বেশ কয়েক বছর বন্ধ ছিল তা নিয়েও মানুষদের প্রতিবাদে মঙ্গলবার আনুমানিক ছটা নাগাদ হঠাৎ দোকানটি খোলা হয় এবং দোকান খোলা দেখে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ফেটে পড়েন এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারা জানিয়েছেন এই এলাকায় কোন প্রকার মদের দোকান খোলা যাবে না