হরিশ্চন্দ্রপুর ২: মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর তৃণমূল কার্যালয়ে দলীয় নেতৃত্বের প্রস্তুতি সভা
আগামী ৩ ডিসেম্বর মালদায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই সকলকে কেন্দ্র করে দিকে দিকে জোর প্রস্তুতি শুরু হয়েছে। হরিশ্চন্দ্রপুর তৃণমূল কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রীর সভা সমাবেশ সাফল্যমন্ডিত করতে প্রস্তুতির সভা করা হলো। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ছাড়াও তৃণমূলের নেতৃত্বরা। কিভাবে দলীয় নেতা কর্মীদের দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে সেই সমস্ত বিষয়ে বোঝানো হয়।