জামুরিয়া: কড়া নিরাপত্তা বেষ্টনীর পরও ইসিএলের কুনুস্তোড়িয়া এরিয়ার স্টোররুম থেকে লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতির যন্ত্রাংশ চুরি
কড়া নিরাপত্তা বেষ্টনীর পরও ইসিএলের কুনুস্তোড়িয়া এরিয়ার স্টোররুম থেকে লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতির যন্ত্রাংশ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আর এবার এই বিষয়কে নিয়ে শ্রমিক সংগঠনগুলি এই চুরির ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। ঘটনা প্রসঙ্গে জানা যায় কুনুস্তোড়িয়া কোলিয়ারির স্টোররুম থেকে শুক্রবার রাতে লক্ষ লক্ষ টাকার মূল্যবান যন্ত্রপাতির যন্ত্রাংশ চুরি হয়। শনিবার সকাল সাড়ে আটটায় এই ঘটনা প্রকাশ্যে আসলেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।