২০২৫ এর খসরা ভোটার তালিকায় নাম ছিল। এমনকি বিএলওর রিসিভ করা ইনিউমারেশন ফর্ম রয়েছে তাদের কাছে। কিন্তু SIR প্রক্রিয়া শেষে প্রকাশিত খসরা ভোটার লিস্টে নাম নেই একই বুথের ৪২ জন ভোটারের। এই ঘটনা সামনে আসতেই ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের ১৫ নম্বর সুরুন বুথে। রীতিমত আতঙ্কিত হয়ে বৃহস্পতিবার বিএলওর বিরুদ্ধে অভিযোগ জানাতে ইটাহারের বিডিওর দ্বারস্থ হয়েছেন বঞ্চিত ভোটাররা। SIR প্রক্রিয়া চলাকালীণ ইসাহাকের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে BDO অভিযোগ জানিয়েছিলেন তারা।