হবিবপুর: বুলবুলচন্ডী টাঙ্গন নদীঘাটে মা গঙ্গার পুজোয় ভক্তদের ঢল, মাঙ্গলিক আবহে মুখর এলাকা
বছর দু’য়েক আগে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডীর টাঙ্গন নদীতে স্নান করতে নেমে চার বন্ধুর মধ্যে দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল জলে তলিয়ে। সেই ঘটনার পর থেকে জলে ডুবে মৃত্যুর ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দারা এক মহৎ উদ্যোগ নেন — শুরু হয় মা গঙ্গার পুজো।গত তিন বছরের মতো এবারও মহাধুমধামে অনুষ্ঠিত হলো সেই মা গঙ্গার পুজো। শনিবার বুলবুলচন্ডী টাঙ্গন নদী বাজারঘাট এলাকায় স্থানীয় বাসিন্দারা মিলে মা গঙ্গা, গঙ্গার বাহন কুমির ও কচ্ছপের মূর্তি প্রতিষ্ঠা করে ঢাকঢোল aor