ইংরেজবাজার: মালদা জেলা প্রশাসনের পুল গ্যারেজে মহাসড়ম্বরে বিশ্বকর্মা পুজোর আয়োজন
বুধবার দেব শিল্পী বিশ্বকর্মা পূজোর আরাধনায় মাতল জেলা বাসি। ঠিক একই রকম ভাবে মালদা জেলা প্রশাসনের পুল গ্যারেজে মহাসাড়ম্বরে আয়োজন করা হয়েছিল বিশ্বকর্মা বাবার পূজোর। ঢাক ঢোল এবং নিষ্ঠা সহকারে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনের পুল গ্যারেজে। মালদা প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরের কর্মী এবং আধিকারিকরা সামিল হয়েছিলেন পুজোয়। উপস্থিত হয়েছিলেন জেলাশাসক নিতিন সিংহানীয়া।