রানাঘাট ১: চার মাস আগে রানাঘাট রেল বাজার থেকে চুরি যাওয়া টোটো গাড়ী উদ্ধার করে তার মালিকের হাতে ফেরালো রানাঘাট থানার পুলিশ
চার মাস আগে চুরি যাওয়া টোটো গাড়ী উদ্ধার করে তার মালিকের হাতে ফেরালো রানাঘাট থানার পুলিশ। সূত্রের খবর, গত চারমাস আগে রানাঘাট রেল বাজার এলাকা থেকে এক ব্যক্তির টোটো গাড়ি চুরি হয়ে যায়। পরে ওই টোটো গাড়ির মালিক রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আর এর পরই রানাঘাট বাজার সহ একাধিক জায়গার সিসি ক্যামেরা ফুটেজ দেখে টোটো চোরকে চিহ্নিত করে রানাঘাট পুলিশ। আর এর পরই সোমবার রাতে চাকদা এলাকা থেকে ওই চুরি যাওয়া টোটো উদ্ধার করে রানাঘাট পুলিশ।