কালনা থানার অন্তর্গত কল্যানপুর পঞ্চায়েতের হাটগাছা গ্রামে বোয়ালিয়া মোড় এলাকায় সরকারি নলকূপ বন্ধ করে ও পাশে থাকা সরকারি ড্রেন ভেঙে অবৈধ নির্মাণ। স্থানীয় বাসিন্দা দুলাল সাধুখাঁর বিরুদ্ধে এমনই অভিযোগ। গ্রামবাসীদের তরফে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ এই কলের জল এলাকার মানুষ ব্যবহার করতেন। গ্রামবাসীদের না জানিয়ে কলটি ভেঙে ফেলা হয়েছে, একই সাথে রাস্তার পাশে থাকা সরকারি ড্রেন ভেঙে ফেলা হয়েছে।