ধূপগুড়ি: নাগরাকাটার জলঢাকা নদীর বিসর্জন ঘাট পরিদর্শন করলেন বিডিও পঙ্কজ কোনার ও পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ নাগরাকাটার জলঢাকা নদীর বিসর্জন ঘাট পরিদর্শন করলেন নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনার ও নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর। আগামী শুক্রবার এই নদীতে ব্লকের সমস্ত প্রতিমার বিসর্জন দেওয়া হবে। তাই ঘাটের কাজ কর্ম চলছে দ্রুত গতিতে। সেই কাজকর্ম কতটা এগোলো তা ক্ষতিয়ে দেখতে এলেন বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি।