বারাবনী: বৃষ্টিকে উপেক্ষা করে করা হলো কার্নিভালের প্রদর্শন, উৎসাহ দর্শণার্থীদের
বৃষ্টিকে উপেক্ষা করে করা হলো কার্নিভালের প্রদর্শন, উৎসাহ দর্শণার্থীদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ রাজ্যের একাধিক জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর আসানসোলে করা হলো দূর্গা পুজোর কার্নিভাল। আসানসোলে কার্নিভালের আজ বিকালে প্রদীব জ্বালিয়ে তৃতীয় তম পুজো কার্নিভালের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা শাষক এস পান্নবালাম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, মেয়র বিধান উপাধ্যায়, সহ অনেকে এরপর দুই থেকে