পটাশপুর ২: কোলাঘাটের যোগ্য শিক্ষকের অকাল প্রয়াণে রাজ্য সরকারকে ধিক্কার জানিয়ে মানিকতলাতে মাধ্যমিক DI অফিসে বিক্ষোভ মিছিল STEAর
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ব্লকের আরিসানডা হাই স্কুলের শিক্ষক সন্তোষ কুমার মন্ডলের অকাল মৃত্যু জন্য দায়ী রাজ্য সরকারকে ধিক্কার জানিয়ে জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক অফিসে বিক্ষোভ মিছিল ডেপুটেশন সংঘটিত করল STEA,সমিতির দাবি শিক্ষকের মৃত্যুর দায় রাজ্য সরকারকে নিতে হবে তার স্ত্রীকে স্থায়ী পদে সরকারি চাকরি দিতে হবে এবং 5 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে | উপস্থিত ছিলেন জেলা সম্পাদক শম্ভু মান্না সহ সম্পাদক শেখ রঞ্জন মাইতি সহ সভাপতি গুরুপ্রসাদ মান্না