আজ বিকেল চারটে নাগাদ বাঁকুড়া সাংগঠনিক জেলার অন্তর্গত ফুলকুসমা মণ্ডল–২ এ অনুষ্ঠিত হল একটি পরিবর্তন সভা। রাজনৈতিক ও সাংগঠনিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সভায় সভাপতিত্ব করেন ফুলকুসমা মণ্ডল–২-এর সভাপতি বন্ধুবর তুফান চ্যাটার্জি। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা ও মণ্ডল স্তরের একাধিক পদাধিকারী এবং কর্মীবৃন্দ।