চাপড়া: চাপড়ার কলিঙ্গে SIR সহায়তা কেন্দ্রে জননেতা জেবের শেখ
Chapra, Nadia | Nov 11, 2025 চাপড়ার কলিঙ্গে SIR সহায়তা কেন্দ্রে জননেতা জেবের শেখ, মঙ্গলবার চাপড়ার কলিঙ্গে SIR সহায়তা কেন্দ্রে চাপড়ার অগণিত মানুষের SIR এর ফর্ম ফিলাপের উদ্দেশ্যে এক সহায়তা কেন্দ্রের আয়োজন করা হয় আর এই সহায়তা কেন্দ্রে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত হন চাপড়ার জননেতা জেবের শেখ, তিনি নিজে উপস্থিত হয়ে সাধারণ মানুষের SIR এর ফর্ম ফিলাপে সাহায্য করেন আর মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ এমনই চিত্র ফুটে উঠল আমাদের ক্যামেরায়।