বরজোড়া: বড়জোড়া ব্লকের বাগরাই, মোলবনা, হিদুরডাঙ্গা সার্বজনীন দুর্গাপুজো কমিটির ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
বাঁকুড়ার অন্যতম পুজোর মধ্যে একটি বড়জোড়া ব্লকের বাগরাই, হিদুরডাঙ্গা, লহড়াবনি, মোলবনা সার্বজনীন দুর্গোৎসব কমিটির ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাটির টানে মাটির ঘরে উমা,পরিবেশবান্ধব কে এ বছরের পুজোর থিম করা হয়েছে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়া তৃনমূল বিধায়ক অলোক মুখার্জী, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ অর্চিতা বিদ।