ডায়মন্ডহারবার ২: আসন্ন ঈদ নিয়ে রামনগর থানার পক্ষ থেকে প্রশাসনিক বৈঠক করা হলো।
আগামী শনিবার দিন রয়েছে ইদ আর তা নিয়েই বৃহস্পতিবার দিন বিকেল চারটে নাগাদ রামনগর থানার পক্ষ থেকে একটি প্রশাসনিক আলোচনা সভা আয়োজন করা হয়। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিল ডায়মন্ডহারবার এসডিপিও শাকিব আহমেদ , রামনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ডায়মন্ড হারবার দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন, জেলা পরিষদ সদস্য বিমলেন্দু পুর্কায়েত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা ও বিভিন্ন মসজিদ কমিটির ইমাম সাহেবরা।