ধর্মনগর: সরদার ভল্লব ভাই প্যাটেলের 150 তম জন্মবার্ষিকী উপলক্ষে DM অফিসের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়
সোমবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের সেন্ট্রাল রোড স্থিত জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে সরদার ভল্লব ভাই প্যাটেলের 150 তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, উপস্থিত ছিলেন Dm চাঁন্দিনী চন্দ্রন মহোদয়া,জিলা পরিষদের জেলা সভাধিপতি শ্রীমতি অপর্ণা নাথ মহোদয়,উত্তর জেলার মাননীয় জেলা সভাপতি শ্রদ্ধেয় কাজল দাস মহোদয়।