শীতলকুচি: কাউয়ারডেরা সংলগ্ন শীতলকুচি মাথাভাঙ্গা রোডে নিয়ন্ত্রণ হারিয়ে মাটির পাত্র ভর্তি টোটো উল্টে পড়লো নয়না জুলিতে
রবিবার কাউয়ার ডেরা এলাকায় একটি মাটির পাত্র ভর্তি টোটো মাথাভাঙ্গা থেকে শীতলকুচি দিকে আসছিল এমন সময় হঠাৎ টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে নয়না জুলিতে পড়ে যায়। যদিও কোন হতা হতের খবর নেই তবে চালকদের সামান্য চোট লেগেছে। তবে মাটির পাত্রগুলি ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। জানা যায় আনুমানিক কুড়ি হাজার টাকার বেশি মাটির পাত্র ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।