নাকাশিপাড়া: গ্রেফতারি পরোয়ানা থাকা তিন ব্যক্তিকে নাকাশিপাড়া বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে আদালতে পাঠালো পুলিশ
ঘটনাগুলি ঘটেছিল কাঁঠাল বেরিয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে ২০১২ সালের মারামারির একটি অভিযোগ ছিল আদালতে। রঘুনাথপুরের এক ব্যক্তির বিরুদ্ধে প্লান ডাকাতি অভিযোগ ছিল ২০১৮ সালে ঐ এলাকায়। তেতুলবেরিয়ার আর এক ব্যক্তির বিরুদ্ধে প্লান ডাকাতির অভিযোগ ছিল অভিযোগ এই তিন জনকে নাকাশিপাড়া বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে নাকাশিপাড়া পুলিশ গত রাত্রে। আজই তাদের কৃষ্ণনগর আদালতে পাঠানো হলো।