তেহট্ট ২: তেহট্ট দুই নম্বর ব্লকের আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের বিভিন্ন কাজের অর্ডার তুলে দেওয়া হলো ঠিকাদারী সংস্থাকে
তেহট্ট দুই নম্বর ব্লকের পলাশী পাড়ায় পঞ্চায়েত সমিতির কার্যালয় থেকে হাজার প্রকল্প ,নদীয়ার সংকল্প নামে নদিয়া জেলা প্রশাসনের নতুন উদ্যোগে, আমাদের পড়া আমাদের সমাধান শিবিরে যে সমস্ত কাজের অর্ডার তৈরি করা হয়েছে তেহট্ট দুই নম্বর ব্লকের সেই সমস্ত কাজের ওয়ার্ক অর্ডার বুধবার ঠিকাদারি সংস্থাদের হাতে তুলে দিলেন তেহট্ট দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মন্ডল, সহ সভাপতি রনদাপ্রসাদ বোস সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষরা।