বালুরঘাট: নাবালিকা ফুসলিয়ে বিয়ের চেষ্টা, অমৃতখন্ড এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করল বালুরঘাট থানার পুলিশ
কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন বাবা মা। যার ফলে একাই বাড়িতে থাকত তাদের ১৬ বছর বয়সী নাবালিকা মেয়ে। ওই নাবালিকার বাড়ি বালুরঘাটের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার ওই নাবালিকা বালুরঘাট শহরে কার্নিভাল দেখতে এসেছিল। সেখান থেকেই এক যুবক ফুসলিয়ে ওই নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়ি নিয়ে গিয়ে ওই নাবালিকাকে বিয়ে করার চেষ্টাও করে ওই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ অভিযান চালিয়ে ওই নাবালিকাকে বালুরঘাটের একটি গ্রাম থেকে উদ্ধার করেছে।