জগৎবল্লভপুর: হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া লেভেল ক্রসিং এর কাছে পথ দুর্ঘটনা আহত ২.
হাওড়ার জগৎবল্লভপুরের বরগাছিয়া লেভেল ক্রসিং এর কাছে পথ দুর্ঘটনা আহত ২. সোমবার আনুমানিক ৫ টা নাগাদ এই পথ দুর্ঘটনা ঘটে যেটা জানা যাচ্ছে মদ্যপ অবস্থায় একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে বড়গাছিয়া লেভেল ক্রসিং এ এবং গাড়িতে থাকা দুই ব্যক্তির গুরুতর জখম হন এবং এই ধাক্কায় একজন টোটো চালক ও জখম হয় বলে জানা যাচ্ছে। গাড়ির দুজনকে এবং টোটো চালককে নিয়ে যাওয়া হয় জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে