বরজোড়া: উত্তর বনবিভাগ দপ্তর সূত্রে জানা যায় মোট হাতি সংখ্যা ৬৬ টি, বড়জোড়া রেঞ্জে ৫৮টি, রাধুরবাইদ ১টি, পাত্রসাযের রেঞ্জে ৭টি
উত্তর বন বিভাগ সূত্রে খবর পাওয়া গেছে,মোট হাতি সংখ্যা রয়েছে ৬৬টি। তার মধ্যে বড়জোড়া রেঞ্জে সাহারজোড়া-৫৮টি হাতি ,জি.ঘাঁটি রেঞ্জে রাধুরবাইদ-১টি, এবং পাত্রসায়ের রেঞ্জে চকপাত্রসায়ের-৭টি হাতি রয়েছে।এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষদের বনদপ্তর বিভাগ থেকে সতর্ক থাকতে বলেছেন।