তেলিয়ামুড়া: প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে তেঃমুড়ার রেল স্টেশন ও তুইসিন্দ্রাই বাজার এলাকায় স্বচ্ছ ভারত অভিযান করে বিধায়িকা
বুধবার সকাল আটটা ত্রিশ মিনিট নাগাদ বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায় মহোদয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন উপলক্ষে তেলিয়ামুড়ার রেলস্টেশন ও তুইসিন্দ্রাই বাজার এলাকায় স্বচ্ছ ভারত অভিযান করে। উনার সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া বিজেপি মন্ডলের নেতৃত্বরা।