মেদিনীপুর: তৃণমূল নেতাকে বি এল ও হিসেবে নিয়োগ ! খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস মেদিনীপুরে মহাকুমা শাসকের
মেদিনীপুর শহরে তৃণমূলের নেতা শংকর মাঝের নাম নির্বাচন কমিশনের বি এল ও তালিকাতে। যিনি ভোটার তালিকা সংশোধনের কাজ করবেন। তৃণমূল নেতা এ কাজ করলে পক্ষপাতিত্ব হবে -এমন অভিযোগ করেছে নির্বাচন কমিশনে বিজেপি। তারপরেই নড়ে বসলো প্রশাসন। খটিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলেন মেদিনীপুরের সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি।