শীতলকুচি: মাসানকুরা নতুন বাজারের মাঠে আইএনটিটিইউসির পক্ষ থেকে টোটো চালকদের নিয়ে আলোচনা সভা,উপস্থিত ব্লক সভাপতি
বৃহস্পতিবার শীতলকুচি ব্লকের ভাঐরথানা অঞ্চলের অন্তর্গত মাসানকুরা নতুন বাজারের মাঠে ভাঐরথানা অঞ্চল তৃণমূল কংগ্রেস আইএনটিটিইউসির পক্ষ থেকে ভাঐরথানা অঞ্চলের টোটো চালকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা যায় টোটো চালকদের নম্বর নথিভুক্তকরণ সহ একাধিক বিষয়ে আলোচনা হয় । এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ সহ অন্যান্যরা।