ধূপগুড়ি: ভারী বৃষ্টির সতর্কতা জারি করে বন্যা বিধস্ত নাগরাকাটায় মাইকিং করে সকলকে সতর্ক করল প্রশাসন
বন্যায় বন্যাবিদ্ধস্ত নাগরাকাটা এলাকায় ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করে বুধবার বিকেল চারটা নাগাদ নাগরাকাটা, টন্ডু বামনডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় মাইকিং করল পুলিশ। এছাড়াও এদিন মাল ও মেটেলিতেও একইভাবে মাইকিং করে সকলকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এছাড়াও নদীর পাশে যাদের বাড়ি রয়েছে তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জানা গিয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।