গলসি থানার সিহিগ্রামে গ্যাসের ওভেনে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল গৃহবধূর। মৃত গৃহবধূর নাম পায়েল মাহান্ত (২২) মৃতের পরিবার সূত্রে জানা গেছে গত পাঁচই ডিসেম্বর বাড়িতে গ্যাসের ওভেনে রান্না করতে শাড়ির আঁচলে আগুন লেগে অগ্নিদগ্ধ হন তিনি। পরিবারের লোকজন আগুন নিভিয়ে তাকে প্রথমে পুরশা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখান থেকে রেফার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করে। সেখানেই চিকিৎসা চলাকালীন আজ তার মৃত্যু হয়